রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। তবে সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।
শনিবার দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দুপুর ১টার দিকে ফয়রা গ্রামের সত্তার ব্যাপারীর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু গ্রামের অপ্রশস্ত সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। এর আগেই সব পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে উমর আলী ও সালাম আহত হন। তাদের কুশঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
নলছিটির ইউএনও রুম্পা সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।
Leave a Reply