শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে দুর্নীতি প্রতিরোধে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর দুদক কার্যালয়ে এই চুক্তি সই হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, “দুদক এখন অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল এবং মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে। জনগণের আস্থা ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও জানান, “নভেম্বরের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় মামলার রায় হতে পারে। এছাড়া হাইকোর্টের আদেশে আটকে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।”
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো দুদক সংস্কার নিয়ে প্রায় একমত হলেও এর বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ওপর। এই চুক্তি দুপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সই অনুষ্ঠান শেষে উভয় পক্ষই দুর্নীতিবিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
Leave a Reply