শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের সাথে গৌরনদীর ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এসোসিয়েশনের কমিটির সাথেসাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানান গত মঙ্গলবার ইউএনও,র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্হিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি এম.এ ওহাবের (শিকদার ক্লিানিক), সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান (এবি সিদ্দিক ডায়াগনষ্টিক সেন্টার), সহ-সভাপতি মাহামুদুল হাসান মুহীদ (মৌরী ক্লিনিক), মো. হেদায়েত-উল্লাহ (আনোয়ারা ক্লিনিক),যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ (ডক্টরস্ ডায়াগনষ্টিক সেন্টার), মো. শওকত খলিফা (গৌরনদী নার্সিং হোম), সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফত হোসেন (মোস্তাফিজুর রহমান ক্লিনিক), অর্থ- সম্পাদক রুপা বেগম (বেজগাতি সুইস হাসপাতাল , ), দপ্তর সম্পাদক তপন কুমার বনিক (ওয়েল ফেয়ার ডায়াগনষ্টিক সেন্টার), প্রচার সম্পাদক তানভিরুজ্জামান সোহেল (গৌরনদী চক্ষু হাসপাতাল), কার্যনির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, এমএম আবু সালেহ, সূজন সরদার, মো. এনামূল হক মনির, জুলহাস প্রমূখ।
Leave a Reply