রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চ ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় বিষখালী নদীর চরে উঠে যায়। এতে লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সোয়া ৩টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি চালিয়ে পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিলো। ঘটনাস্থলে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলার সময় অভিযান-১০ লঞ্চটি ডুবোচরে উঠে যায়। অনেক চেষ্টা করেও লঞ্চটি নামানো যায়নি।
লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জন্য ব্যবস্থা করবে বলে সময়ক্ষেপণ করতে থাকে। পরে সকাল হলে যাত্রীরা যে যার মতো করে নিজ নিজ খরচে তাদের গন্তব্যে চলে যান।
অভিযান-১০ এর মাস্টার মো. মাসুদ আলম জানান, জোয়ারের পানিতে নদী ও চর একই রকম ছিলো। কিছু বুঝে উঠার আগেই লঞ্চটি ডুবোচরে উঠে যায়। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
Leave a Reply