সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টায় মুন্সিগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে সুরভী-৭ লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী বিকল্প লঞ্চে বরিশাল বন্দরে পৌঁছেছে। সুরভী-৭ লঞ্চের সুপারভাইজার মো. সোহেল বলেছেন, কুয়াশার কারণে এই সংঘর্ষ হয়েছে। এতে সুরভী-৭-এর সম্মুখভাগে ছিদ্র হয়েছে। এ ঘটনায় মোতালেব নামের বাল্কহেডের এক শ্রমিক নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতে মরদের উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল।
ওই লঞ্চের যাত্রী বাবুগঞ্জের আরিফ হোসেন ও বাকেরগঞ্জের ছত্তার খান বলেন, ঢাকা থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে রাত ৯টায় যাত্রা করে। হঠাৎ রাত ১১টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয় লঞ্চটির। এরপর বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকদের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। তাঁরা তীরে উঠতে পেরেছেন কি না, জানি না। লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে আছেন। দুর্ঘটনার পর লঞ্চটি তীরে নোঙর করে রাখা হয়েছে।
এদিকে লঞ্চের যাত্রীরা জানান, ঢাকা-বরিশাল নৌ পথের, মানামী, সুরভী ও পারাবাত নামের এই তিন লঞ্চ এক সাথে নদীতে প্রতিযোগিতা করে চালাচ্ছিল। এদিকে বাল্কহেডে আলো না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এমনভাবে নদীতে প্রতিযোগিতা করে লঞ্চ চালানো উচিত নয়। প্রতিযোগিতা করবে লঞ্চের চালকরা আর দুর্ঘটনায় জীবন যাবে আমাদের।
মুন্সিগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ জহিরুল হক জানান,মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনার অদূরে চর কিশোরগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বালুবাহী বাল্কহেডটি ডুবে গেছে। ডুবে যাওয়া বাল্কহেডেটের ভীতরে মোতালেব নামরে একজন আটকা নিহত হয়েছে। আমরা নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা করছি।
Leave a Reply