মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় পাথরের বস্তা বাঁধা ছিল। প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন কারা ওই নারীকে মেরে গলায় পাথরের বস্তা বেঁধে ভাসিয়ে দিলো?
শুক্রবার বিকেলে ধলেশ্বরী নদীর নাগরপুর অংশের জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহারুল খান বাহার জানান, বিকেলের নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় মরদেহের গলায় পাথর ভর্তি বস্তা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মরদেহ গুম করার উদ্দেশ্যে গলায় পাথর ভর্তি বস্তা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদেন্তর জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a Reply