শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ এলাকা সাগরদী ঘরামীবাড়ি ব্রিজটি জনসাধারণ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে বন্ধ হয়ে গেছে ছোট বড় যানবাহন চলাচল। সাম্প্রতিকালে ব্রিজটির মাঝ বরাবর ফেটে কিছুটা ভেঙে পড়ে। ফলে ব্রিজটির ভাঙা অংশে একটি বাঁশ পুতে জনসাধারণ চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাতের আধারে জনসাধারণের যাতায়াতে চরম ঝুঁকি বেড়েছে। শিগগিরই ব্রিজটি মেরামতে উদ্যোগ না নেওয়া হলে ২৩ নম্বর ওয়ার্ডের সাথে ২৬ নম্বর ওয়ার্ডের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ওই এলাকার একমাত্র কাঁচা বাজার সাগরদীর সাথেও যোগাযোগ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়বে ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
এই সম্ভব্য ভোগান্তির বিষয়টি অনুমানে নিয়ে দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে ভোগান্তির বিষয়টি লিখিত আকারে জানিয়েছে নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’রও হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অবশ্য কাউন্সিলরও খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে ভাঙা ব্রিজটি প্রত্যক্ষ করেছেন। এবং মেরামতে উদ্যোগ নিতে মেয়রকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।
ব্রিজ লাগোয়া বাসিন্দা জানিয়েছে- অন্তত ২৫ বছর আগে নির্মাণাধীন ব্রিজটি কিছুদিন আগে মাঝ বরাবার একাংশ ভেঙে খালে পড়ে। এর পর থেকে ভাঙা অংশে একটি বাঁশ পুতে দেওয়া হয়েছে সতর্কতা তৈরির লক্ষে। ফলশ্রুতিতে এখান দিয়ে ছোট বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই বিষয়টি জানতে পেরে কাউন্সিলর এনামুল হক বাহার ছুটে আসলে তার কাছে ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। সেই সাথে ব্রিজটি মেরামতে দ্রুত পদক্ষেপ নিয়ে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করাও হয়েছে।
ব্রিজটি দ্রুত মেরামতে উদ্যোগ না নেওয়া হয়ে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এলাকার মানুষ।
সরেজমিন পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার জানিয়েছেন- ব্রিজটি দ্রুত মেরামতে দাবি জানিয়েছে ওয়ার্ডের মানুষ তার কাছে লিখিত আবেদন করেছে। এই বিষয়টি সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে খুব শিগগিরই অবহিত করে ব্রিজটি মেরামতে উদ্যোগ নিতে সুপারিশ রাখবেন।
Leave a Reply