বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরীর বিবি পুকুরপাড় ও টাউন হলের সামনে দুইটি ডাস্টবিন বসানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক তারিক সোলাইমানের নেতৃত্বে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে এ দুইটি ডাস্টবিন বসানো হয়।
ডাস্টবিনের প্রয়োজনীয়তা সম্পর্কে তারিক সোলাইমান বলেন, নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ডাস্টবিনের অভাবে প্রায়ই নোংরা আবর্জনা রাস্তায় পড়ে থাকে। আর সদর রোডের মধ্যে এই দুই স্থানেই লোকজনের আনাগোনা বেশি থাকে। তাই আপাততো এ দুই স্থানে বসানো হলেও পরবর্তীতে অন্য অন্য স্থানে বসানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, মহানগর সদস্য নাজমুল সাকিব, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (হিরু), নগরীর ৩নং ওয়ার্ড সদস্য সচিব মনির হেসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ঝন্টু হাওলাদার ও জুলাই যোদ্ধা সানু আকন, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রানা, মো. খোকন, ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জাহিদ, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফোরকান ও মো. রাব্বী সহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী।
Leave a Reply