শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। নগরীর ধানগবেষণা রোডে অভিযান চালিয়ে ইয়াবা ও গাাঁজাসহ মো. নাছিম গাজী ওরফে সজল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কোতয়ালি থানাধীন ওই এলাকার ইসলামিয়া সড়কের মুখ থেকে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কন্ট্রাকটর বাড়ির খেয়াঘাট এলাকার বাসিন্দা মানিক গাজীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এক ইমেল বার্তা এই সফল অভিযান চালানোর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে র্যাব রুপাতলী সদর দপ্তর। র্যাব সূত্র জানায়- ধানগবেষণার ইসলামিয়া সড়কে মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন খবরে তাদের একটি টিম সেখানে হানা দেয়।
কিন্তু গাড়ি দেখেই ওই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। স্থানীয়দের উপস্থিতিতে পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে সাথে ১৫ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এই ঘটনায় বরিশাল র্যাবের ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
Leave a Reply