শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুরের ইছাকাঠী ভূইয়া সড়ক এলাকায় একটি ফ্লাট বাড়ি থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা।
আটককৃত হামিদা আফরোজ সুমি (৩১) ওই এলাকার ‘ আলমগীর ম্যানশনের’ চতুর্থ তলার উত্তর পূর্ব পাশের টি-২ নম্বর ফ্লাটের ভাড়াটিয়া মো. নাসির উদ্দিনের স্ত্রী।ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামিদা আফরোজ সুমির ফ্লাটে অভিযান পরিচালনা করা হয়। ঘরে তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার ও সুমিকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, সুমি ভ্রাম্যমান ভাবে মাদক ব্যবসা করে। সে নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছিলো।ইয়াবা সহ আটকের ঘটনায় ডিবি’র এসআই রেহান উদ্দিন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply