মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে পুকুরের পানিতে ডুবে শফিকুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুলাই) রাতে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরের চহঠা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম চহঠা এলাকার হারুন হাওলাদারের ছেলে।
তিনি কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহত শিক্ষার্থীর ভাই আক্তার হোসেন জানান, শফিকুল এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। আগে থেকেই শফিকুল মৃগি রোগে আক্রান্ত ছিলো। সোমবার সন্ধ্যায় সে বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়েই বসেছিল।
এর কিছুক্ষণ পরই সে নিখোঁজ হয়ে যায়। ‘অনেক খোঁজাখুঁজি পর বাড়ির পাশ্ববর্তী ওই পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply