বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর কাউনিয়ায় শিল্প কারখানা খান সন্স টেক্সটাইল মিল গত ৫ মাস ধরে বন্ধ হয়ে আছে। এতে বিপাকে পড়েছেন ওই কারখানার শ্রমিক ও কর্মচারীরা। এটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। এ লক্ষ্যে সোমবার (২ মার্চ) বিকালে শতাধিক শ্রমিক-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেন। খান সন্স টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা অভিযোগ করেন, তারা জেনেছেন কারখানাটি আর খোলা হবে না এবং এ জন্য লে-অফ কালীন ৫ মাস চলে গেলেও তাদের কোনো ভাতা দেওয়া হয়নি। যার ফলে অর্থাভাবে চরম বিপাকে পড়েছেন তারা।
বাংলাদেশ শ্রম আইনে লে-অফ ভাতা খুবই সামান্য। এই ভাতা দিয়ে শ্রমিক ও তাদের পরিবার চলে না। তাই সাধারণ শ্রমিকরা মিলিত হয়ে পাওনা আদায়ের জন্য প্রকাশ্যে আসতে বাধ্য হয়েছেন। বারবার আসাটা আমাদের পক্ষে সম্ভব না। তাই কর্তৃপক্ষ মিল চালু করুক, অন্যথায় আমাদের পাওনা বাবদ লে-অফ ভাতা পরিশোধ করুক।
অবস্থানকালে শতাধিক শ্রমিক-কর্মচারী মিলে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম এসে দ্রুত মিলটি চালু করা অথবা লে-অফ ভাতা প্রদানের আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা ফিরে যান। এ ব্যাপারে খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হঠাৎ মিলটি বন্ধ হয়ে যাওয়াতে মালিক, শ্রমিক ও কর্মচারীরা বিপাকে পড়েছেন। তিনি মালিক পক্ষের সঙ্গে কথা বলেছেন। অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালিক পক্ষ।
Leave a Reply