বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বিকাশ এবং মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে একদল চক্র প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে গ্রাহকের টাকা। মানুষকে বোকা বানিয়ে তারা লুট করছে এই টাকা। কিন্তু গ্রাহকদের করার থাকছে না কিছুই। মোবাইল ফোনের সাহায্যে টাকা আদান প্রদানের মাধ্যম ‘বিকাশ’ এ ছড়িয়ে পড়েছে নানা প্রতারণার জাল। সারা দেশে প্রতিনিয়ত অসংখ্য গ্রাহক নানা প্রতারণার শিকার হলেও প্রতিকারে এগিয়ে আসছে না সংশ্লিষ্ট কেউই। প্রতারণার শিকার গ্রাহকদের ‘অজ্ঞতা’র কালিমা দিয়ে নিজেদের দায়িত্ব কৌশলে এড়িয়ে যায় বিকাশ কর্তৃপক্ষ। অপরদিকে এ বিষয়ে পুলিশের কাছে নালিশ করে সহসাই কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।
বৃহ¯পতিবার ( ২৬ সপ্টেম্বের ) অভিনব এক প্রতারণার শিকার হয়েছেন বরিশাল নগরের পশ্চিম কাউনিয়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ জামালের কন্যা কলেজ ছাত্রী সৈয়দ নাজমা বেগম (২৮) । তিনি পেশায় বেসরকারি ডায়াগনিষ্ট সেন্টারেও কর্মরত রয়েছেন। ভুক্তভোগি নাজমা বলেন, মোবাইলে বৃহ¯পতিবার বিকেল ৪টারদিকে ০১৮৭৫০৬৩৫২৫,০১৭০০৭৯২৬৪২,০১৮৬২০৭১২০৪,০১৮২৯৪৩৪২০৯ মোবাইলে ফোন করে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে বলে আপনার বিকাশ একাউন্ট ব্লক হয়ে গেছে । এরপর ৪ ভিজিটের দুটি সংখ্যা বলে আমার পিন কোর্ড ভিজিট করতে বলেন ।
বিশ্বাসে তাদের ভিজিট একাউন্টের সাথে পিন কোর্ডটি যোগ করে দেই। প্রতারকরা আমার সরলতার সুযোগ নিয়ে পযার্য়ক্রমে বিকাশের মাধ্যমে মোট ৩২ হাজার ২৪০টাকা নিয়ে যায় । পরবর্তিতে এ ঘটনায় শুক্রবার কোতয়ালি মডেল থানায় সাধারন ডায়েরি করেছি । যার ডায়েরি নং ১৪৮৯ ।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন , ডায়েরির সূত্র ধরে প্রতারকদের আইনের আওতা নিয়ে আনা হবে।
Leave a Reply