শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরীর কাউনিয়ায় মাকসুদা (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে ওই নারীর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়।এর আগে সকালে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাকসুদার। মাকসুদা কাউনিয়া থানাধীন ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা মফিজের স্ত্রী। মফিজ নগরের হাসপাতাল রোডে ওষুধের ব্যবসা করেন।
বিষয়টি নিশ্চিত কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল বলেন, মাকসুদা বৃহস্পতিবার সকালে বাসায় একা ছিলো। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে মেঝেতে কিছুটা অস্বাভাবিক অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল সদর (জেনারেল) ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এদিকে মাকসুদার ভাই মনির তার বোনকে হত্যার চেষ্টার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু সকালে তার মৃত্যু হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাকসুদার মৃত্যু নিয়ে নানান অভিযোগ রয়েছে স্বজনদের। তাদের দাবি তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। তবে সে শারীরিকভাবেও অসুস্থ ছিলো। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর মূল কারণ জানা যাবে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে।
Leave a Reply