রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসময় রাস্তা দখল করে গড়ে তোলা একটি সীমানা প্রাচীর ও অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়।রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কাশিপুর বাজার ও ২৫ নং ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া বিসিসি’র সিনিয়র সড়ক পরিদর্শক (আরআই) রেজাউল কবির জানান, কাশিপুর বাজার এলাকার পাশেই মহাসড়ক দখল করে একটি অবৈধ বাজার গড়ে উঠে। যেখানে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছিলো।
তাছাড়া রূপাতলী’র দপদপিয়া এলাকায় চলাচলের রাস্তা দখল করতে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এর ফলে ওই এলাকায় বসবাসকারী বহু মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
এর পরিপ্রেক্ষিতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে কাশিপুরের অবৈধ বাজার এবং দপদপিয়া এলাকার অবৈধ সীমানা প্রচীর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজাউল কবির।
Leave a Reply