শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফিরোজ আলম মুন্সি’র নেত¦তে, এ এস আই হোসেন রবিবার (০২,০৬,২০১৯)সকাল ছয়টার সময় ৬৫ পুড়িয়া হেরোইন কাজিম উদ্দিন মালিথা ওরফে বাদশা নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়,বাদশা দক্ষিন বাঘিয়া লুৎফর রহমান সড়ক এলাকার মিঠুর ভারাটিয়া সে আজবর মালিথা’র ছেলে।দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলো।রবিবার সকাল ছয়টার সময় কাশিপুর লুৎফর রহমান সড়ক বাঘিয়া এলাকার বড় বাড়ি নামক স্থান থেকে বাদশার ঘর তল্ল্াশী করে ৬৫ পুড়িয়া হেরোইন উদ্দার করে পুলিশ।
এ ঘটনায় এয়াপোর্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।য়ার নং ১,বাদশার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ড গ্রামে।
Leave a Reply