শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বরিশালে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান পানের দাম। ফলে নাভীশ্বাস উঠেছে পান পিয়াসীদের। বরিশালের হাট-বাজার ঘুরে জানা গেছে, একমাসের ব্যবধানে পানের দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।হঠাৎ করে পানের দাম বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা বিরাজ করছে বরিশালের বাজারজুড়ে।
শীতে আমদানি কমের অজুহাতে পানের দাম বৃদ্ধি পায়, যা এখন অগ্নিরূপ ধারণ করেছে। একমাস আগে যে পান পাইকারি বাজারে ৫০ টাকা বিড়া (৭২টি) বিক্রি হতো, সে পান এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আবার যে পান ৯০ টাকায় বিক্রি হতো, সে পান এখন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।এতে করে কোনো কোনো ক্ষেত্রে পানের দরও বেড়েছে ১ থেকে ৩ গুণ। খুচরা পানের বাজারের চিত্র ভিন্ন পাইকারি বাজারে যে পান চল্লি (৩৬ পিস) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় তা খুচরা বাজারে প্রতি চল্লি ৬০টাকা বা তার বেশিতে বিক্রি হচ্ছে। আর বিড়া (৭২ পিস) বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
দাম বৃদ্ধির প্রভাব খুচরা বাজারে আরো বিরূপভাবে পড়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকে এরই মধ্যে কমিয়ে দিয়েছেন পান ক্রয় করা এবং খাওয়া।বরিশাল নগরীর রাজু মিয়ার পুল এলাকার স্বপন মল্লিক বলেন, ১ মাস ধরে খুচরা বাজারের খিলি পানের দোকানে পানের দর বেশি।
তাই ছোট আকারের খিলি পান ৫ টাকা বিক্রি করছেন। আবার বড় আকারের পান অনেক ক্ষেত্রে অর্ধেক পান ৫ টাকায় কিনে খেয়েছেন। আর বরিশাল নগরীর চৌমাথা বাজারের পান বিক্রেতা মাইকেল সরদার বলেন, পানের দাম বাড়লেও ক্রেতারা বাড়তি টাকা দিতে আগ্রহী নন।
দাম বাড়াল কথা শুনলেই মুখ ফিরে নেন অনেকে শীত মৌসুমে আমদানি কমে যাওয়ায় থেকেই পানের দাম বাড়তি,সামনে দিকে আরো পানের বৃদ্ধি পাবে বলে তিনি জানান।পাইকারি পানের এ বাজারে বর্তমানে আকার ও মান অনুযায়ী ৭২ পিস বা ১ বিড়া পান বিক্রি হচ্ছে ৫০টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত।
তবে সামনে ২ – ৩ মাস পানের দাম অনেকটাই বৃদ্ধি বলে জানান তিনি।গৌরনদী উপজেলার পান চাষি কামাল সর্দার বলেন, চাষিরা আর কত টাকা পাচ্ছেন। গ্রামীণ হাটে পানের দর যা উঠছে তার চেয়ে শহুরে বাজারে পানের দর অনেক বেশি।
এতে করে মধ্যস্বত্বভোগী আর পাইকাররা বেশি লাভবান হচ্ছেন। চাষিরা যে আকারের ৭২ পিস পানে ৬০ থেকে ৭০ টাকা পাচ্ছেন, সেই পান শহুরে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
Leave a Reply