সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে এবং জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ভাঙিয়ে একের পর এক অপকর্ম করে যাচ্ছে নগরীর ফিশারী রোড এলাকার বজলুল গনি চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী ওরফে ডিস পলাশ ওরফে ইয়াবা পলাশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে জিয়া সড়ক এলাকায় গিয়ে কামরুল চেয়ারম্যান নামক এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে সে বলে অভিযোগ করেছেন কামরুল। কিন্তু কামরুল তখন বাসায় না থাকায় চারতলা ভবনে নীচতলায় মেসের ছেলেরা গেট খুললে এ সুযোগে ভবনে ঢুকে পড়ে পলাশ।
চতুর্থ তলায় গিয়ে কামরুল চেয়ারম্যানকে না পেয়ে গেটে ধাক্কা-ধাক্কি করে এবং অশ্লীল ভাষায় কামরুলের স্ত্রীকে গালাগাল দিয়ে চলে যায় পলাশ। যাওয়ার সময় কামরুলের স্ত্রীকে বলে বরিশালে থাকতে হলে তোর স্বামীকে ৫ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেয়। কামরুল চেয়ারম্যান বলেন, বিগত কিছুদিন ধরেই পলাশ আমার কাছে চাঁদা দাবী করে আসছে।
গতকালের (শনিবার) ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বে ধূর্ত এই পলাশ নগরীর ফিশারী রোড এলাকায় একটি অফিস বানিয়ে সেখানে নিয়মিত ইয়াবার আসর বসান। সেখানে রাস্তার ১১ কেভি লাইন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আ’লীগ নেতা পরিচয় দিয়ে অবৈধ ডিস ব্যবসা করেন।
কিছুদিন পূর্বে নগরীর শেরে বাংলা সড়ক, চহতপুর এলাকার এক ডিস ব্যবসায়ীর (স্কাই ভিশন) লাইনের ক্যাবল কেটে ফেলেছে পলাশ। ওই সময় স্থানীয়রাসহ প্রকৃত ডিস ব্যবসায়ী বাধা দিলে জননন্দিত মেয়রের নাম ব্যবহার করে সে। নাম প্রকাশে অনিচ্ছুক সাইফুল নামের এক হুজুরকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার কথা বলে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে।
কিন্তু ওই হুজুর তার দাবী মানতে না পারায় তাকে একটি ৪ তলা ভবনে আটকে রাখে। এক পর্যায় ওই ভবন থেকে হুজুরকে লাফ দিয়ে নামতে পারলে ছেড়ে দেওয়া হবে জানালে হুজুর দৌড়ে সেখান থেকে পালিয়ে বাঁচে।
স্থানীয়রা তার অত্যাচারে অতিষ্ট। এই ডিস পলাশ ওরফে ইয়াবা পলাশের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
Leave a Reply