মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরীর মরকখোলা পোল সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিলসহ আটক সাবেক এপিপি (অ্যাসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর) রিয়াজ উদ্দিন মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৭ জুলাই) বিকালে তাকে মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক পলি আফরোজ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ডিবি পুলিশের এসআই খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরকখোলার পোল থেকে ফেন্সিডিলসহ মিলনকে আটক করা হয়। ওই ঘটনায় তাকে আসামি করে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক আসামিকে কারাগারে প্রেরন করেন।
জানা যায়, মঙ্গলবার বিকালে ৭টি ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এর আগে আরও দুই বার মিলনকে তার চেম্বার থেকে ফেন্সিডিলসহ আটক করেছিল পুলিশ। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
Leave a Reply