শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে কলেজ পড়ুয়া ছাত্রী আয়সা আক্তার মিলা (২১)। নিখোঁজ হবার ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেছেন মোঃ জাফর হোসেন।
বুধবার (২৭ নভেম্বর) এ জিডি দায়ের করা হয়। জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় অভিযোগকারীর মামাতো বোন বরিশাল বিমানবন্দর থানার অর্ন্তভূক্ত নগরীর ২৯ নং ওয়ার্ড ইছাকাঠি এলাকা থেকে নিখোঁজ হয়।
নিখোঁজ মিলার অভিভাবক সূত্রে জানা গেছে, বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী মিলা। তার মা মোসাঃ জেসমিন বেগম বলেন, মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন তিনি। ছবি দিয়ে তার মেয়ের সংবাদ প্রকাশ করার অনুরোধ জানান। যাতে তার মেয়ের ছবি দেখে কেউ চিনতে পারলে মেয়ের পিতা হান্নান রাড়ী 01926535281, ভাই মোহাম্মদ রাজু খান 01736408524 ও আরিয়ান খান শাকিল 01929188344 নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছেন ।
Leave a Reply