শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে ট্রাফিক পুলিশ সহ সাধারন মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড গোল্ভস বিতরন করা হয়েছে। ‘নিজেদের নিরাপদ রেখে জনগণকে নিরাপদ রাখতে পাশে দাঁড়াতে হবে’ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিএপিএম-বার এর এমন কথায় উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে এসব বিতরন করেন বিএমপির ট্রাফিক সার্জেন্ট রানা মিয়া।
আজ রবিবার (২২মার্চ) সকালে নগরীর বিএমপির ট্রাফিক ডিসি কার্যালয়, কাকলীর মোড় পুলিশ বক্স, বিবিরপুকুর পাড়, আমতলার মোড় পুলিশ বক্স, নতুল্লাবাদ, রূপাতলী পুলিশ বক্স, নগর ভবনের সামনে, জেল খানার মোড় সহ বিভিন্ন পয়েন্টে শতাধিক পুলিশ সদস্য ও সাধারন মানুষের মাঝে এসব বিতরন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএমপির ট্রাফিক বিভাগের টিআই রবিউল আলম, টিএসআই ফোরকানসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সার্জেন্ট রানা মিয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের বিএমপির পুলিশ কমিশনার মহোদয় বলেছেন ‘নিজেদের নিরাপদ রেখে জনগণকে নিরাপদ রাখতে পাশে দাঁড়াতে হবে’। তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশ সদস্য সহ সাধারন মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড গোল্ভস প্রদান করেছি। এদিকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply