বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এম. এ. আজাদ সজলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল।
তিনি জানান, চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তার ভাই ডা. শাহরিয়ার উচ্ছ্বাস বাদি হয়ে রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যে মামলায় অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছে। বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ।
চিকিৎসক ডা. এম. এ. আজাদ সজল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন।
মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
জানা গেছে, মমতা স্পেশালাইজড হাসপাতাল ভবনটি ১০ তলা। এর ১ থেকে ৬ তলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। বাকি তিন তলা ভাড়া দেয়া হয়েছে। ভবনটির ৭ তলায় ভাড়া থাকতেন ডা. আজাদ।
Leave a Reply