বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
রাব্বি হোসেন॥ বরিশাল নগরীতে চাঁদা না পেয়ে দুই মটর শ্রমিককে মারধর করায় এক ব্যাক্তিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠী শাহ পরান সড়ক এলাকায়। এ ঘটনায় ওই এলাকার মামুনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার এস আই ওয়ারেছ।
জানা গেছে , নগরীর সুরুভী পাম্পের অপর পাশে চৌধরী মটরস ইঞ্জিঃ ওয়ার্কসপে রবিবার (২১ ডিসেম্বর) রাত দশটার দিকে শাহ পরান সড়কের মৃত রশিদ হাওলাদারের পুত্র মামুন হওলাদারসহ ৭/৮ জন সন্ত্রাসীরা ওয়ার্কসপের ভিতরে গিয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে দুইজন শ্রমিককে মারধর করে। পাশাপাশি ওয়ার্কসপের ভিতরে থাকা যন্ত্রপাতি নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওয়ার্কসপের মালিক কামাল চৌধুরী বাদি হয়ে সোমবার ( ২৮ডিসেম্বর ) এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২১।
ওই মামলায় চাঁদাবাজ মামুনকে আটক করা হয়। চৌধুরী মটরস ইঞ্জিঃ ওয়ার্কসপের মালিক কামাল চৌধুরী জানান, মটরমেকানিকের পক্ষ থেকে আমি বনভোজনের উদ্দেশ্যে কুয়াকাটায় ছিলাম। বরিশাল এসে ভালো ভাবে জেনে শুনে থানায় গিয়ে মামলা করি। এ বিষয় এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, মামুন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply