শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ৯০পিস ইয়াবাসহ চা বিক্রেতা রিয়াজ উদ্দিনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত রিয়াজ নগরীর বৈদ্যপাড়া এলাকার ‘রিয়াজ টি স্টল’ এর মালিক। সে দীর্ঘদিন থেকে চা বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি’র গোয়েন্দা শাখার এসআই রেহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দোকান থেকে রিয়াজকে আটক করে। আটককৃত রিয়াজ নগরীর সোবাহান মিয়ার পুল ‘গনি নিবাস’র ভাড়াটিয়া।
তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালদিয়া গ্রামের আকরাম খানের পুত্র। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply