শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ড রুপাতলীতে অন্যের জমি দখল, পুকুরের মাছ ধরে নেওয়া ও অবৈধ ভাবে গাছ কেটে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক সহ ৬জনকে আসামী করে গত ১১/১০/২০২০ তারিখ “মোকাম বরিশাল যুগ্ন জেলা জজ ১ম আদালতে” মামলা করেছেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান ও একই ওয়ার্ডের বাসীন্দা মৃত আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র আরিফুল ইসলাম সবুজ। মামলার বাকি আসামীরা হলেন- ২৪ নং ওয়ার্ড রুপাতলী এলাকার শাহজাহান হাওলাদারের পুত্র সোহেল হাওলাদার, আমির আলী শিকদারের পুত্র সোহান সিকদার, আরজ আলী খান’র ছেলে চান খাঁ, জাহাঙ্গীর কাজীর ছেলে ফেরদৌস কাজী, দুলাল দাসের ছেলে প্রশান্ত দাস (মন্টু)। মামলা নং- ৫৮/২০২০. মামলায় উল্লেখ করা হয়, ১নং আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক ও ৬নং আসামী প্রশান্ত দাস মন্টু জে.এল ৫৬নং রুপতলী মৌজার বিবাদীগন বাদীপক্ষকে গত ৮’ই অক্টোবর বিরোধীয় ভূমি বে-দখল করার হুমকি প্রদর্শন করতে থাকে এবং তাতে বাকি আসামীরা সায় দেন।
এরই সুত্র ধরে আসামীগন রাতের আধারে দলবল নিয়ে বাদীর দখলীয় দিঘী থেকে বিপুল পরিমান মাছ ধরে নিয়ে যায়।এছাড়াও ১ নং আসামীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেন শরীফ আনিচুর রহমান।তিনি তার মাছ রক্ষা এবং ঘটনার প্রতিকার চেয়ে বিচারক এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply