মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ধর্ষণ মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুন্সীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
ওসি বলেন, গোপন সংবাদে হাফিজুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একটি ধর্ষণ মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply