মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার কৃতরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
রোববার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ।
সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তুলে ঢাবির এক ছাত্রীর দায়ের করা মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চার নেতাকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
Leave a Reply