বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ফলে ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজার রহমান মাফি (৩৪) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শুকুরময়ী গ্রামের মোতরাজ মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমান মাফির একটি স্কুলে চাকরি করতেন ওই শিক্ষিকা। পরিচয়ের জের ধরে শিক্ষিকাকে পাঁচবিবি পৌরসভার ঢাকাইয়া পট্টির একটি বাড়িতে ডেকে নেন মাফি। সেখানে ধর্ষণ করে মাফি। এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে। ফলে ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে শিক্ষিকা।
পরে ওই শিক্ষিকা বিয়ে করতে বললে মাফি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ১৯ আগস্ট তার গর্ভের সন্তানের স্বীকৃতির দাবিতে মাফির বাড়িতে গিয়ে অনশন করে শিক্ষিকা। এ সময় মাফির পূর্বের স্ত্রীসহ পরিবারের লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ২২ আগস্ট থানায় একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার মাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। অবশেষে পুলিশের তৎপরতায় আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
Leave a Reply