বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলতি মাসে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। বন্ধ ছিলো শপিংমল, দোকানপাট ও বিপণী-বিতান। তবে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে শপিংমল-দোকানপাট খুলে দিলেও ফুটপাতে ক্রেতা সমাগম ছিল চোখে পরার মতো।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, নূরজাহান সহ আশ-পাশের মার্কেটের সামনের ফুটপাতগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এমনকি ফুটওভার ব্রিজেও নেই হাটা চলার জায়গা। এমন চিত্র দেখা গেছে গুলিস্তানের ফুটপাতগুলোতেও। তবে বেশিরভাগ মানুষের মুখে ছিলো না মাস্ক, কেউ মানছেন না সামাজিক দূরত্ব।
ফুটপাতের দোকানি তমিমুল হক বলেন, ‘কাস্টমার আমাদের ভালোই আছে। তবে ফুটপাতে ব্যবসা করাও খুব ঝামেলার। বারবার পুলিশ আইসা তুইলা দেয়।’
ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা- কারো মধ্যেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই। অনেক দোকানির মুখে মাস্ক নেই, কারও আবার থুতনির নিচে। সামাজিক দুরুত্বের বালাই নেইে একেবারে।
এ বিষয়ে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, যে স্বাস্থ্যবিধি মানবে না তার দোকান বন্ধ করে দেয়া হবে।
Leave a Reply