বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে ৪৭ হাজার ৩২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব -১১। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল, বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের মোঃ জামাল হোসেন খান (৩১), মো.তানভীর হাসান (৩৪), মো. শফিকুল ইসলাম (২০) ও মো.জামাল উদ্দিন (৩২)। গত শনিবার (২১ মার্চ) দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার এ সকল তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপনসূত্রে খবর পেয়ে একটি আভিযানিক দল মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনে থামে এবং মাইক্রোবাস থেকে ২টি পোটলা গ্রহণ করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জামাল খান ও তানভীরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র্যাবের মাইক্রোবাসসহ শফিকুল ইসলাম ও জামাল উদ্দিন নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে পেছনের শাটার দরজার প্যাডের ভিতরে রাখা আরো ৩৭ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাইক্রোবাসে কৌশলে ইয়াবা পাচার করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply