মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নরসিংদীর রায়পুরায় দুই ছেলের সঙ্গে অভিমানে কাঁঠালগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল করিম নামে এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে ওই উপজেলার আমিরগঞ্জ ইউপির ঘোড়ামারা ব্রিজসংলগ্ন একটি কাঁঠাল বাগানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ওই ইউপির হাসনাবাদ পূর্বপাড়ার বাসিন্দা। আমিরগঞ্জ তদন্তকেন্দ্রের ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী হাসপালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আব্দুল করিমের চার ছেলে-মেয়ে। সোমবার দুই ছেলে ও তাদের স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়। পরে ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে অভিমান করে আমিরগঞ্জের ঘোড়ামারা এলাকার কাঁঠাল বাগানে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আব্দুল করিম।
Leave a Reply