রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পোল পর্যন্ত পৌনে ১ কিলোমিটার রাস্তার কাজ অবশেষে শুরু হয়েছে। শুক্রবার সকালে পৌর ভবনের সামনে দোয়া-মোনাজাতের মাধ্যমে এই কাজটি শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
এসময় পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় নলছিটি পৌরসভার আওতাভুক্ত শহরের গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এতে করে স্থানীরা দীর্ঘদিন সীমাহীন দুর্ভোগ পোহান। নবনির্বাচিত মেয়র আব্দুল ওয়াহেদ খান দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুন মাসে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে রাস্তটি দ্রুত সংস্কার কাজ করার উদ্যোগ নেন। কিন্তু পৌরসভার দুই কর্মচারীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করলে রাস্তাটির সংস্কার থেমে যায়। পরবর্তীতে ব্যস্ততম রাস্তাটির দূরাবস্থা ও মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে আসেন আমেরিকা প্রবাসী মো. সাইদুর রহমান মোল্লা। তিনি পৌর কর্তৃপক্ষ ও রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার ব্রাদার্সের লোকজনের সঙ্গে কথা বলে শুক্রবার সকাল থেকে রাস্তার সংস্কার কাজ শুরু করেন।
এদিকে রাস্তার কাজ শুরু হওয়ার সংবাদ পেয়ে এলাকার উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের অনেক প্রত্যাশা ছিল এমন একটা দিনের। যা হোক, রাস্তার কাজ শুরু হওয়ায় অনেক আনন্দ লাগছে। এখন রাস্তার কাজ সম্পন্ন হলে অনেক দিনের কষ্ট দূর হবে।
তারা আরও বলেন, মানুষের ভোগান্তির কথা ভেবে পৌর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমেরিকান প্রবাসী সাইদুর রহমান (সাইদ) মোল্লা রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছেন। তার এ উদ্যোগকে আমরা স্বগত জানাই।
নলছিটি পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সায়েম বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রত গতিতে কাজটি করা হচ্ছে। আগামী এক ২/৩ দিনের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।
Leave a Reply