শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ছিনতাই হওয়া একটি ব্যাটারি চালিত রিকশা ফিরিয়ে দিয়ে মানবতার নজির স্থাপন করেছেন তরুণ সাংবাদিক এইচ আর হীরা। ২৮ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সিরাজুল ইসলাম গত ১২ই ডিসেম্বর ছিনতাইকারীদের হাতে তার রিকশাটি হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সাংবাদিক হীরার মানবিক উদ্যোগে রিকশাটি ফিরে পেয়ে নতুন আশার আলো দেখেছেন তিনি।
জানা গেছে, ১২ই ডিসেম্বর রাতে সদর রোড থেকে কাউনিয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে বের হয়েছিলেন সিরাজুল ইসলাম। পথে কাউনিয়ার ময়লাখোলার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে যুক্ত হওয়া আরেকজন তাকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে রিকশাটি ছিনতাই করে। তিনি অনেক খোঁজাখুঁজি করেও রিকশার কোনো সন্ধান পাননি এবং কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে জিয়া সড়কের কাছে একটি পরিত্যক্ত ব্যাটারি চালিত রিকশা দেখতে পান সাংবাদিক এইচ আর হীরা। সন্দেহ হলে তিনি রিকশাটি নিরাপদে নিজের জিম্মায় রাখেন এবং প্রকৃত মালিক খুঁজে বের করার উদ্যোগ নেন। নিজের ফেসবুক পেজ “খবর বরিশাল”-এ একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, সঠিক প্রমাণসহ মালিক আসলে রিকশাটি তাকে ফিরিয়ে দেওয়া হবে।
পরদিন, সিরাজুল ইসলাম ফেসবুক ভিডিও দেখে তার রিকশার সন্ধান পান। যথাযথ প্রমাণাদি এবং থানায় দায়ের করা অভিযোগের কাগজপত্রসহ তিনি সাংবাদিক হীরার সঙ্গে যোগাযোগ করেন। শুক্রবার রাতে সাংবাদিক হীরা এসআই হাসান এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সিরাজুল ইসলামের কাছে রিকশাটি হস্তান্তর করেন।
রিকশাটি ফিরে পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম বলেন, “গাড়িটি কেনার জন্য মায়ের কানের গহনা বিক্রি করেছিলাম। ছিনতাইয়ের পর খুবই ভেঙে পড়েছিলাম। হীরা ভাইয়ের জন্যই আজ আমার শেষ সম্বলটি ফিরে পেলাম। তিনি প্রমাণ করেছেন যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে।”
সাংবাদিক হীরা জানান, “রিকশাটি দেখে সন্দেহ হয় এবং মালিক খুঁজতে আমি ফেসবুকে পোস্ট দিই। সঠিক প্রমাণ পেয়ে মালিকের হাতে সেটি তুলে দিতে পেরে আনন্দিত। একজন সাংবাদিকের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো।”
Leave a Reply