সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাজির বলসা দাখিল মাদরাসার সুপারকে পিটিয়েছে অফিস সহকারী। এতে তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহত মাদরাসার সুপার নজরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ইবতেদায়ীর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের কিছু খাতা মূল্যায়ন করে সহযোগিতা করার জন্য মাদরাসার সহকারি শিক্ষিকা শাহানা ইয়াসমিন অফিস সহকারি কাজী মাহমুদুল হাসানকে অনুরোধ করেন। অফিস সহকারী তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। শিক্ষিকা শাহানা ইয়াসমিন বিষয়টি সুপারকে জানালে সুপারও অফিস সহকারীকে খাতাগুলো মূল্যায়ন করে দেওয়ার নির্দেশ দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে মাদরাসা থেকে বের হয়ে চলে যান। কিছুক্ষণ পর অফিস সহকারী মাদরাসায় প্রবেশ করে সুপারের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে অফিস সহকারী কাজী মাহমুদুল হাসান চেয়ার দিয়ে সুপারের মাথায় আঘাত করেন।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী মাহমুদুল হাসানের মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, অফিস সহকারী যে ঘটনাটি ঘটিয়েছে তা একটি ফৌজদারি অপরাধ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে অফিস সহকারী চাকরিচ্যুতসহ জেল জরিমানা হতে পারে। মাদরাসা সুপারকে চিকিৎসা নিয়ে থানায় মামলা দায়ের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply