মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ছোটখাটো চুরি সাধারণত ভদ্র লোকদের করতে দেখা যায় না। ভদ্র লোকের চুরিকে চুরি মনে হয় না। তারা এমনভাবে চুরি করেন যেন সেটা চুরি নয়। এমন দুজন চোর হাতে নাতে ধরা পড়েছেন যারা পরস্পর বন্ধু। ধরা না পড়লে তাদের বাহ্যিকভাবে দেখে চোর ভাবার কোনো কারণ নেই। তবে পেশাদার চোর না বিশেষ প্রয়োজনে চোর তা বোঝা গেল না।
সম্প্রতি এমনই একজোড়া চোর ধরা পড়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউয়নে।
জানা গেছে, গত ১৯ জুলাই (শুক্রবার) দুপুরে উপজেলার বারিষাব-আমরাইদ সড়কের কলিমবাড়ি নিকটস্থ রাস্তা থেকে কুশদী উত্তরপাড়া নিবাসী আবু তাহের কলিমের খাঁসিটি দুজন যুবক মোটরসাইকেল দিয়ে আসা দুজন লোক উঠিয়ে নিয়ে যায়,পরে স্থানীয়রা মোবাইল ফোনে ঘটনাটি গিয়াসপুর, ডাওড়া, আমরাইদ অবহিত করে- অবশেষে ডাওরার মোড়ে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে ছাগলসহ চোর দুটিকে আটক করে গণধোলাই দিয়ে মোটরসাইকেলসহ কাপাসিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
এরই মধ্যে তারা দুই চোরকে পিঠমোড়া বেঁধে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে।কিশোরগঞ্জ বন্ধুর বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে খাসিটি চুরি করেছে বলে পুলিশের কাছে বলে স্বীকার করেছে তারা।
কদিন আগেও একই এলাকা থেকে জিন্নত আলীর একটি খাসি চুরি হয়েছে। চোরদের বাড়ি ফরিদপুর বলে নিশ্চিত করেছে পুলিশ এবং টঙ্গীর চেরাগআলী ভাড়া থাকে।
Leave a Reply