মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকাসহ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানকে পদ থেকে বহিস্কার করা হয়ে ছে। রোববার ভোলা জেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বুধবার(৮জানুয়ারী) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে আবু তাহের ভুঁইয়ার ছেলে মো. মোকাম্মেল ভুঁইয়া, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, তজুমদ্দিন উপজেলার তালুক গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার, একই উপজেলার কেয়ামুল্লাহ গ্রামের সেরাজুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন, চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক বেপারির ছেলে মো. কবির বেপারি, একই থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, বোরহানউদ্দিন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন, একই উপজেলার জয়া এলাকার মো. মজিদুল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে মো. সাদ্দামকে ৩১৩ টি ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
এঁদের বিরুদ্ধে জ্বীনের বাদশাহী প্রতারণামূলক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে আগেই মামলা ছিল। মাদকসহ আটক হওয়ার কারণে ৯ জানুয়ারী পুনরায় মাদক মামলা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক সেবনের সাথে সাথে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাতের আঁধারে মাদক সেবন করে কণ্ঠ পরিবর্তন করে মুঠোফোনে মানুষের সঙ্গে প্রতারণা করতো। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাইমিনুল হক বলেন, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. হেমায়েত উদ্দিন ও এসআই মোহাইমিনুলের নেতৃত্বে পুলিশের একটি দল বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে ৯ জন মাদক বিক্রেতাকে মজমারত অবস্থায় আটক করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাশী করে ৩১৩ পিস ইয়াবা টয়াবলেট ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে জ্বীনের বাদশার প্রতারণা মামলা ছিল।
এ ছাড়া মাদক আইনে মামলা দায়ের হয়েছে। ওই দুটি মামলায় তাদের ৯ জানুয়ারী আদালতে পাঠানো হয়। ভোলা জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের ভাষ্য ও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদক সেবন, মাদক ব্যবসার অভিযোগ ও দলীয় শৃংখলা ভঙ্গের কারণে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইসমাইল খানকে বহিস্কার করা হয়েছে।
Leave a Reply