শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ টিসিবি আগামী নভেম্বর মাস থেকে পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত করবে। নতুন পণ্যের মধ্যে রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই প্রকার সাবান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই তথ্য প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি জানান, টিসিবির এই উদ্যোগ দরিদ্র জনগণের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদানের মাধ্যমে টিসিবির কার্যক্রমে বাজারে সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। নতুন পণ্য যোগ হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো সহজ হবে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রকৃত উপকারভোগীদের কাছে স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছানো গুরুত্বপূর্ণ। কার্ড প্রদান ও সক্রিয়করণে গতি বাড়াতে হবে।’ তিনি আগামী এক মাসে সারাদেশে কার্ড সক্রিয়করণের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান।
সভায় অংশ নেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের সিটি করপোরেশন প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকরা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক উপকারভোগী নির্বাচন প্রধান চ্যালেঞ্জ। ধীরগতির কার্যক্রম দ্রুত সমাধান প্রয়োজন।’
টিসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী মোট সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০,৩৪,৩১৬টি, এবং সক্রিয়করণের অপেক্ষায় আছে আরও ৩,৩৯,৪৫৪টি কার্ড।
নতুন পণ্য সংযোজন এবং কার্ড সক্রিয়করণে সরকারি দিকনির্দেশনা কার্যক্রমকে আরও গতিশীল করবে, এবং দরিদ্র জনগণকে সাশ্রয়ী মূল্যে পণ্যের সুবিধা নিশ্চিত করবে।
Leave a Reply