মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় সোমবার ৮ নম্বর ওয়ার্ডে ত্রাণ হিসেবে পঁচা গলা আলু ও পোকা মিশ্রিত চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। ওই ওয়ার্ডের ত্রাণপ্রাপ্ত ভূক্তভোগিরা এ অভিযোগ করেন।
জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে গত ১০ জুলাই প্রত্যেক ওয়ার্ডে ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হয়। ওই সময় ১, ২ ও ৮নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ বন্ধ থাকে।
এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৈলাশ প্রসাদ সেন বলেন, এর আগে প্রতিটি ওয়ার্ডে তালিকাভূক্ত ১০০ জনকে ত্রাণের চাল দেয়া হয়। তবে কি কারণে বাকি তিনটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ বন্ধ থাকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মেয়র ভালো বলতে পারবেন।
পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া মহল্লার শাহাবুল কাজীর স্ত্রী আকলিমা বেগম বলেন, ১০ কেজি চাল ও ১ কেজি আলু পেয়েছি। এর সবগুলোই খাবার অনুপযোগী।
একই অভিযোগ করেছেন শাহিনুর ইসলামের স্ত্রী নুরজাহান বেগম। তার বাড়িও বাবুপাড়া বস্তিতে। মো. আদম অভিযোগ করে জানান, ত্রাণের প্যাকেট বাড়িতে নিয়ে আসার পর খুলে দেখেন আলু পঁচা গলা ও দূর্গন্ধযুক্ত। চাল পোকা মিশ্রিত খাবার অনুপযুক্ত।
এ ব্যাপারে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হককে মোবাইলে একাধিকবার কল দিলেও মোবাইল রিসিভ না করায় পঁচা গলা আলু ও পোকা মিশ্রিত চাল ত্রাণ হিসেবে বিতরণের বিষয়ে তার মতামত জানা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী বলেছেন, বিষয়টি আমি দেখবো।
Leave a Reply