সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নিজের শ্যালিকাকে বিয়ে করতে না পেরে ঘরের আড়ার সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ২ সন্তানের জনক জাকির ফকির (৩২)। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার ছোট আমখোলা গ্রামের মফিজ উদ্দিন ফকিরের পুত্র জাকির ফকিরের সাথে প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী খালেক সরদারের কন্যা আইরিনের বিয়ে হয়।
দীর্ঘদিন ধরে তাদের এ সুখের সংসারে ১ছেলে ও ১কন্যা সন্তানের জন্ম নেয়। জাকির ফকিরের ১৭ বছর বয়সী শ্যালিকা সুমি আক্তার তার বাড়ীতে থেকে স্থানীয় লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় ১০ম শ্রেণিতে লেখাপড়া করে।
এই সুবাদে ওই শালিকার সাথে জাকিরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওদের সম্পর্ক গভীর হলে জাকির ফকির শ্যালিকাকে বিয়ে করার জন্য হন্যে হয়ে ওঠে। শ্যালিকার সাথে বিয়েতে তার স্ত্রী আইরিন বেগম বাঁধা দিলে তাকে অনেক মারধর করে জাকির। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গত ২-৩দিন আগে জাকিরের অজান্তে তার স্ত্রী শ্যালিকা সুমি আক্তারকে চট্টগ্রামের এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেয়।
জাকির শ্যালিকাকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করার জন্য শনিবার বাজার থেকে বিষ কিনে আনেন। স্ত্রী আইরিন দেখতে পেয়ে স্বামীর হাত থেকে বিষের বোতল ছিনিয়ে নেন।
এতে জাকির আরও ক্ষিপ্ত হয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী আইরিনকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে ঘরের আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, জাকিরের লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে
Leave a Reply