শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ উদ্বোধনের অপেক্ষায় থাকা বরগুনার তালতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসে প্রবেশ করার মুহূর্তেই একটি পানিবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিস সদস্যদের জিনিসপত্রসহ বিছানা ও পোশাক পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তালতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের নবনির্মিত ভবনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পরে এ উপজেলায় নির্মিত হয় তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনটি। উদ্বোধনের অপেক্ষা ওই স্টেশনটি আজ বুধবার বিকেলে পার্শ্ববর্তী আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে সদস্য ও কর্মকর্তা বহন করে একটি পানিবাহী গাড়িসহ তিনটি গাড়ি তালতলীতে নিয়ে আসা হয়। ওই তিনটি গাড়ির ভেতর থেকে পানিবাহী গাড়িটি তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরে প্রবেশের মুহূর্তেই পেছন থেকে আগুন লাগে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নবনির্মিত তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিভাবে গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো হবে। তিনি দাবি করেন, আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটি খারাপ থাকায় গাড়িটি চালিয়ে আসায় মেশিন গরম হয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (চ. দা.) মো. জাহাঙ্গীর আহমেদ মুঠোফোনে এ বিষয়ে নিউজ না করার অনুরোধ জানিয়ে বলেন, এতে তালতলীর জন্য খারাপ হবে। আমি চাই দ্রুত এই ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন হোক। কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
Leave a Reply