শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি : আজ সোমবার দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্যকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ’র সভাপতিত্বে গতকাল দুপুর ২টায় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক, সংবর্ধিত সাংবাদিক নেতা আবু জাফর সূর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ।বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জুলফিকার, সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সহ সাধারন সম্পাদক নার্গিস সুলতানা, সাবেক সহ সাধারন সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ, সাধারন সম্পাদক মোনাছেফ মামুন প্রমুখ
Leave a Reply