মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কে অস্বাভাবিকভাবে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। পাটুরিয়া ঘাট থেকে ২০ কিলোমিটার ছাড়িয়ে গেছে লাইন। এছাড়া মহাসড়কে ৪টি বাস বিকল হওয়ায় যানচলাল বিঘ্নিত হচ্ছে চরমভাবে।মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদেরকে বলেন, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যহত হওয়ায় ওই পথের গাড়ীগুলিও পাটুরিয়ায় আসার ফলে গাড়ির চাপ বেড়ে গেছে।
তিনি বলেন, গাড়ির লাইন পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ছাড়িয়ে গেছে। লোকাল গাড়িগুলি যেখানে সেখানে ঘোরাতে যেয়ে সমস্যাটা আরো বাড়িয়ে দিয়েছে।যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজেই সকাল থেকেই মহাড়কে দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঈদের যাত্রী বাড়ি ফিরতে শুরু করেছে। একারণে সবধরণের গাড়ির চাপ বেড়ে গেছে। তবে, ২০টি ফেরি দিয়ে প্রাণপন চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। ধৈর্য্য সহকারে সাময়িক সমস্যার মোকাবেলা করার জন্য যাত্রীসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি।
Leave a Reply