মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যা সারা বিশ্বে আলোচনা ও জল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প—এমন ভবিষ্যদ্বাণী করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান অ্যাষ্ট্রলজার (জ্যোতিষী) আবদুস সালাম সিকদার। তিনি তাঁর ফেসবুক ওয়ালে এ বিষয়ে একটি পোস্ট করে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে তাঁর ধারণা প্রকাশ করেন।
আবদুস সালাম সিকদার জানান, “৫ই নভেম্বর ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, মি. ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউজে যাবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তিনি পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নেবেন। তিনি ট্রাম্পকে আগাম অভিনন্দন জানানোর কথাও উল্লেখ করেছেন।
তিনি বলেন, “আমার পূর্বাভাস অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।” তবে তিনি সতর্ক করেছেন যে, নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার প্রচণ্ড প্রতিযোগিতা হবে।
আবদুস সালাম সিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ছয় ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। ২০১৪ সালে বাংলাদেশ একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষ শাস্ত্রে ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতি, বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা এবং বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি সফল ভবিষ্যদ্বাণী করেছেন।
আবদুস সালাম বলেন, “আমি আগেই বলেছিলাম যে, ট্রাম্পের নির্বাচন হবে এবং এখনো আমার সেই ধারণা অটুট। ভবিষ্যতে যে কোনও বিষয়েই আমি জ্যোতিষশাস্ত্রের আলোকে ভবিষ্যদ্বাণী করতে আগ্রহী।”
এদিকে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রেক্ষাপটে সমগ্র বিশ্বে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের বিজয় নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রতিনিধি কমলা হ্যারিস ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন, যিনি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আবদুস সালামের ভবিষ্যদ্বাণী বাস্তবতার সঙ্গে মিলে গেলে এটি আবারও প্রমাণ করবে যে, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে কিছু বিষয় পূর্বাভাস দেওয়া সম্ভব।
Leave a Reply