বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার মৃত্যু ঘোষনা করা হয়।মৃত্যু হওয়া নারী আলেয়া বেগম (৫৫) গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি এলাকার আঃ মন্নান ফকিরের স্ত্রী।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মাহাবুব আলম মির্জা স্বজনদের বরাত দিয়ে জানান, আলেয়া বেগম ঢাকা থেকে বেড়ানো শেষে গৌরনদী এসে জ্বরে আক্রান্ত হন।
গত কয়েকদিন ধরে তার জ্বর ছিলো কিন্তু সে আজ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের স্মরনাপন্য হন। প্রাইভেট ভাবে চিকিৎসক দেখিয়ে বাহিরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নীরিক্ষা করান।
তিনি জানান, পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত হয়ে আলেয়া বেগমকে নিয়ে স্বজনরা সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু আমাদের হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
Leave a Reply