শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ সংবাদদাতা॥ তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া ও মেঘনা নদীতে ডুবে যাওয়া মালবাহী দুইটি নৌযানের এখনও (বৃহস্পতিবার সকাল দশটা) কোন সন্ধান মেলেনি। স্থানীয়দের সহায়তায় উভয় নৌযানের আরোহীরা তীরে উঠতে সক্ষম হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কালিগঞ্জ নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন গজারিয়া নদীতে প্রচন্ড স্রোতের কবলে পড়ে সারবোঝাই এমভি টপশিপ নামের একটি কার্গো ডুবে যায়। ডুবে যাওয়া ওই কার্গোটি পটাশিয়াম সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। দুর্ঘটনার পর পরই জাহাজে থাকা ১১ আরোহী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, ওইদিন রাতেই উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি মালবাহী কার্গো ডুবে যায়। নিতু মাওয়া নামের ওই নৌযানটিও ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। তীব্র স্রোতের মধ্যে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে নিতু মাওয়া নামের নৌযানটিও ডুবে যায়। ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা উভয় নৌযান ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply