শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া, যাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটে।”
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে এবং তারা ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং তারা এই সংস্কার কাজে খুবই ইতিবাচক সাড়া দিয়েছেন। প্রতিটি রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরছেন এবং কোন প্রস্তাবের সাথে তারা একমত, আর কোন বিষয়ে দ্বিমত রয়েছে, সে বিষয়গুলো জানাচ্ছেন।
ড. ইউনূস জানান, এই কমিশনের মূল লক্ষ্য হলো এমন একটি তালিকা তৈরি করা যেখানে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতামত রয়েছে। এটি “জুলাই সনদ” বা “জুলাই চার্টার” নামে পরিচিত হবে এবং সবার স্বাক্ষর নিয়ে চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রক্রিয়া জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এর পর নির্বাচনের আয়োজন করা।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা গুজব ছড়ানোর সুযোগ না দেওয়ার জন্য কাজ করছে। এছাড়া তিনি সকল রাজনৈতিক দলকে ঐকমত্য প্রতিষ্ঠায় সহায়তা করার আহ্বান জানান, যাতে নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হতে পারে।
Leave a Reply