রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনই ইটভাটা শ্রমিক।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে উপজেলার ধুনট-সোনাহাট সড়কের খোকশাহাট ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের ফারাইজুল ইসলাম ও ফকিরপাড়া গ্রামের শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার আগে ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুজন।
এ সময় ইটভাটা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply