মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁওয়ে ট্রলির ধাক্কায় ধনদেব রায় (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ভোকদগাজী নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ধনদেব রায় ঠাকুরগাঁও সদর উপজলার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ-নেকমরদ সড়কের ভোকদগাজী নাওডোবা নামক স্থানে সড়কের উপর ধানমাড়াই কাজ করছিলেন কৃষক ধনদেব। এসময় সারবোঝাই একটি মাহেন্দ্র ট্রলি পেছন থেকে এসে ধানমাড়াই মেশিনের হলারে ধাক্কা দেয়। এতে ধানমাড়াই হলারের নিচে কৃষক ধনদেব চাপা পরলে তার পা ভেঙ্গে যায় । পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কৃষকের পরিবার থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply