বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল: সোমবার সকাল থেকেই প্রতিকুল আবহাওয়া । কখনো থেমে থেমে,কখনো একনাগারে বৃষ্টি হচ্ছে। হঠাত বৃষ্টির ফলে জন মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়েছে। আর এই দূর্ভোগের চিত্র নিজ চোখে দেখতে বৃষ্টি মাথায় নিয়ে পলিথিনের তৈরী সাধারন মানুষের রেইন কোর্ট পরে জন মানুষের বাস্তব চিত্র দেখতে জন মানুষের পাশে বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বৃষ্টিশ্নাত সকালে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে নগরবাসীর দূর্ভোগের চিত্র নিজে দেখেন এবং নগর বাসীর কাছে নিজেই যানতে চান কি কি সমস্যা হচ্ছে তাদের। আর সমাধানের পথ ও বেড় করার চেষ্টা করেন নগর পিতা।নগর পিতার এই কাজে সকল নগরবাসীর মনে নতুন আশার আলো বাসা বাধতে শুরু করেছেন। সকলেই বলছেন যে নগর পিতা বৃষ্টিতে ভিজে জনগনের পাশে দাড়াতে পারেন ,সেতো উন্নয়অনের দূত।
Leave a Reply