রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরগঞ্জের ভৈরবে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে দিনমনি মাঝির একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ট্রলারটি নদীতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব বাজার থেকে মালামাল নিয়ে ট্রলারটি মেঘনা নদীর ঘাট থেকে ছেড়ে ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগরের উদ্দেশে যাওয়ার সময় ট্রলারটি বৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচুর শিলাবৃষ্টি ও ঝড় হচ্ছিলো।
দিনমনি মাঝি জানায়, সপ্তাহের হাটের মালামাল নিয়ে আজ বিকেলে ট্রলারটি নদীর ঘাট ছেড়ে ইঞ্জিন চালু করার পর পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই ঢেউয়ের কবলে ট্রলারটি হঠাৎ কাত হয়ে নদীতে তলিয়ে যায়। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে ৭ লাখ টাকা। তিনি বলেন, জ্বালানী তেলের ড্রাম ছাড়া সব মাল ডুবে গেছে।
Leave a Reply